জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ প্রফেশনাল ভর্তির ২য় মেধা তালিকা রেজাল্ট ২০২২। বিকাল ৪টা থেকে শুরু হচ্ছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ প্রফেশনাল ভর্তির ২য় পর্যায়ে প্রাথমিক আবেদন। চলবে ০২/১০/২০২৩ তারিখ রাত ১২ঃ০০ পর্যন্ত। প্রাথমিক আবেদন করার পর স্ব স্ব কলেজ নোটিশ অনুযায়ী আবেদন ফি জমা দিতে হবে।
অনার্স ১ম বর্ষ প্রফেশনাল ভর্তির ২য় মেধা তালিকা রেজাল্ট ২০২৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে ২য় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন ও ২য় মেধা তালিকা ২১ নভেম্বর ২০২৩ তারিখ বিকাল ৪টায় প্রকাশ করা হবে। উক্ত ফলাফল SMS (nu<space>athp<space>roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে) এর মাধ্যমে একইদিন বিকাল ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।
উল্লেখ্য যে, ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২০-২০২১ শিক্ষাবর্ষ অথবা তৎপূর্বে কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৭ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে।
অনার্স প্রফেশনাল ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Prospectus (Professional)Important Notice থেকে জানা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল কোর্সসমূহঃ
- BBA- Bachelor of Business Administration
- B.Ed- Bachelor of Education
- BFA- Bachelor of Fine Arts
- AMT- Apparel Manufacture and Technology
- CSE- Computer Science and Engineering
- FDT- Fashion Design and Technology
- ECE- Electrical and Communication Engineering
- KMT- Knit Manufacture and Technology
- Aeronautical & Aviation Science
- Library & Information Science
- Theatre & Media Studies
অনার্স প্রফেশনাল কোর্সসমূহ ইংরেজি ভার্সন ও সেমিস্টার ভিত্তিক হয়। প্রতি ৬ মাসে এক সেমিষ্টার হিসেবে টোটাল ৮ সেমিষ্টার সম্পন্ন করতে হবে।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। কেউ কিছু বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।