এইচএসসি বাংলা ২য় পত্রের সাজেশন ২০২২

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই সাজেশন থেকে কমন আসবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।

এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩

১ নং প্রশ্ন এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র

এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র সাজেশন (ক) অংশ

১. এ ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম লিখ?

২. আদ্য, মধ্য ,অন্ত,ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম লিখ অথবা অ ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম লিখ?

৩. ম ফলা,য ফলা, ব ফলা উচ্চারণের ৫ টি নিয়ম লিখ?

৪. উচ্চারণ রীতি কাকে বলে, বাংলা উচ্চারণের ৫ টি নিয়ম লিখ?

৫. স্বরবর্ণ কাকে বলে? স্বরবর্ণ উচ্চরনের ৫ টি নিয়ম লিখ?

৬.ব্যঞ্জনবর্ণ কাকে বলে,ব্যঞ্জনবর্ণ উচ্চারণের ৫ টি নিয়ম লিখ?

এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র সাজেশন (খ) অংশ

১. প্রমিত বাংলা ব্যাকরণের/ আধুনিক বাংলা ব্যাকরণের/ বাংলা অ তৎসম শব্দের/ তদ্ভব শব্দের/ দেশি শব্দের বানান এর ৫ টি নিয়ম লিখ?

২.বাংলা বানানে ই কার ঈ কার ব্যবহারের নিয়ম লিখ?

৩. বাংলা বানানে বিদেশি শব্দ শিখার ৫ টি নিয়ম লিখ?

৪. ষত্ব, ণত্ব বিধান কাকে বলে, ষ ত্ব ও ণত্ব বিধান এর ৫ টি নিয়ম লিখ?

৫.যেকোন ৫ টি শব্দের বানান শুদ্ধ কর?

২ নং প্রশ্ন এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র সাজেশন (ক) অংশ

১. সংজ্ঞা সহ ব্যাকরনিক শব্দের প্রকারভেদ আলোচনা কর?

২. বিশেষ্য কাকে বলে? উদাহরণ সহ বিশেষ্যের প্রকারভেদ আলোচনা কর?

৩. আবেগ শব্দ কাকে বলে? উদাহরণ সহ আবেগ শব্দের প্রকারভেদ আলোচনা কর?

৪. সর্বনাম কাকে বলে? উদাহরণ সহ সর্বনামের প্রকারভেদ আলোচনা কর?

৫. ক্রিয়াপদ কাকে বলে? উদাহরণ সহ ক্রিয়পদের প্রকারভেদ আলোচনা কর?

৬. যোজক কাকে বলে? উদাহরণ সহ যোজকের প্রকারভেদ আলোচনা কর?

এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ২ নং (খ) অংশ

১. ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় কর( যেকোন ৫ শব্দের)

৩. ক এর ১, বাক্য বলে ? উদাহরণ সহ বাক্যের বৈশিষ্ট বা গুনাবলী আলোচনা কর?

২. বাক্য কাকে বলে? গঠনানুসারেও অর্থানুসারে বাক্য কতপ্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা কর?

৩ নং প্রশ্ন এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র

পদক্রম কি? উদাহরন সহ পদক্রমের ৫ টি নিয়ম লেখ?

অথবা নিচের ৫ টি বাক্য/ একটি অনুচ্ছেদ থাকবে তা শুদ্ধ কর?

৪ নং প্রশ্ন এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র

ক. এ থাকবে পারিভাষিক শব্দ যেকোন ৫ টি লিখতে হবে।

খ. একটি অনুচ্ছেদ থাকবে ইংরেজিতে, অনুবাদ করতে হবে।

৫ নং প্রশ্ন এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র

ক. আবেদন পত্র অথবা

খ. প্রতিবেদন রচনা কর।

৬ নং প্রশ্ন এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র

ক. এর ১ নং সারাংশ/ সারমর্ম লেখ। অথবা

খ. ১ নং ভাবসম্প্রসারণ।

৭ নং প্রশ্ন এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র

ক. ১ নং সংলাপ রচনা কর। অথবা

খ. খুদে গল্প রচনা কর।

এইচএসসি সাজেশন ভাবসম্প্রসারণ

১. দুর্ণীতি জাতীয় জীবনের ‘……………….

২. রাত যত গভীর হয়……………….

৩.জীবে প্রেম করে যেইজন……………….

৪.দূর্জন বিদ্ধান হইলেও,……………….

৫. স্বদেশের উপকারে নেই যার……………….

৬.স্বাধীনতা অর্জনের চেয়ে……………….

৭. তুমি অধম তাই বলিয়া……………….

৮. সাহিত্য জাতির দর্পন……………….

৯. পরিশ্রম সৌভাগ্যের……………….

১০.সবার উপরে মানুষ সত্য……………….

১১.আন্যায় যেকরে আর……………….

১২. মানুষ বাঁচে তার কর্মের,,,,,/ কীর্তি মানের মৃত্যু নেই,,,,,,

১৩. মিথ্যা শুনিনি ভাই,,,,,,,/ পথে প্রান্তে আমার তীর্থ নয়,,,,,,,,

১৪. দাও ফিরে সে অরণ্য,,,,,,,,,,,/প্রকৃতির ওপর আধিপত্য নয়।

১৫.স্বার্থমগ্ন রেজন বিমুখ বৃহৎ,,,,,,,,,

১৬. বিশ্বে তা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর,,,,,,,,,।

১৭.সু শিক্ষিত লোক মাত্রই,,,,

১৮. প্রয়োজনে যে মরিতে প্রস্তুত,,,,,,,,

১৯. পথ পথিকের সৃষ্টি করেনা,,,,,,,

২০. যেসহে সে রহে,,,,,,,,,,,,,।

এইচএসসি পরীক্ষা ২০২২ বাংলা ২য় পত্র আবেদনপত্র সাজেশন 

১. শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি আবেদন লেখ।

২.চাকুরির জন্য আবেদন পত্র লেখ।

৩. মানপত্র,ও আবেদন পত্র লেখ।

৪. নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি/রাস্তা সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে,/ তোমার এলাকার আইন শৃঙ্খলার অবনতি কথা জানিয়ে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ পত্র এ প্রকাশের জন্যে আবেদন পত্র লেখ।

৫. করোনা ভাইরাস মহামারী থেকে রক্ষা পেতে যথার্থ স্বাস্থ্ বিধি পালনের পরামর্শ দিয়ে ছোট ভাইকে পত্র লেখ।

উপরে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি এই সাজেশন থেকে সর্বোচ্চ কমন আসবে। কারো কোন কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।

Leave a Comment