এইচএসসি বাংলা ২য় পত্রের সাজেশন

আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভাল আছেন। আগামী ৬ই নভেম্বর থেকে এসএসসি ২০২২ সালের পরীক্ষার শুরু হতে যাচ্ছে। এইচএসসি পরীক্ষা সাধারণত শুরু হয়ে থাকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে। কিন্তু করুণা মহামারীর জন্য তা পিছিয়ে যায়। আমি আপনাদের সাথে বাংলা দ্বিতীয় পত্রের কিছু সাজেশন নিয়ে হাজির হয়েছে। আশা করি এই সাজেশন গুলো আপনাদের কাজে লাগবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক।

এইচএসসি বাংলা ২য় পত্রের সাজেশন ব্যাকরণ অংশ

১. উদাহরণসহ অ-ধ্বনি, এ-ধ্বনি, ব-ফলা, য-ফলা, ম-ফলা উচ্চারণের নিয়ম লেখ।
২. ব্যাকরণিক শব্দশ্রেণি বলতে কী বোঝ? ব্যাকরণিক শব্দ কত প্রকার ও কী কী? উদাহরণ সহ লেখো।
৩. বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া কাকে বলে? উদাহরণসহ শ্রেণিবিভাগ আলোচনা করো।
৪. আবেগ শব্দ বলতে কী বোঝ? উদাহরণসহ এর শ্রেণিবিভাগ আলোচনা করো।

আরও পড়ুনঃ এইচএসসি ইংরেজি ১ম পত্রের সাজেশন

৫. বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণ সহ আলোচনা করো।
৬. অর্থগতভাবে/অর্থানুসারে বাংলা বাক্যের প্রকার ভেদ বা শ্রেণিবিভাগ উদাহরণ সহ আলোচনা করো
৭. বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কয়টি শুন বা বৈশিষ্ঠ্য বাক্য আবশ্যক-উদাহরনসহ পর্যালোচনা করো।

এইচএসসি বাংলা ২য় পত্রের সাজেশন লিখিত অংশ

আবেদন পত্র

১. সিতাকুন্ডে শাহাদত বরণ করা ফায়ার ফাইটার পরিবারের জন্য সাহায্য চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন।
২. “সহকারী শিক্ষক” পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদন পত্র লিখ
৩. বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে/ব্যবস্থাপক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখো।
৪. সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্থ অবচ্ছল পরিবারের জন্য সাহায্য চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন।
৫. শিক্ষাসফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদন পত্র লেখো।
৬. কলেজে ক্যান্টিন/কম্পিউটার ক্লাব/ পাঠাগার / কমন রুম স্থাপনের জন্য অনুরোধ জানিয়ে অধ্যক্ষের নিকট আবেদন পত্র লেখ।

প্রতিবেদন

১. “বন্যায় ভেসে যাচ্ছে সিলেট বাসীর স্বপ্ন” শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো।
২. “সিতাকুন্ড ট্রাজেডি ও একটি কালো অধ্যায়” শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো।
৩. “খাদ্যে ভেজালের কারণ ও প্রতিকার” শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো।
৪. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা উপলক্ষে কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো।
৫. “পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ”- শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো।
৬. ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো।
৭. তোমার কলেজে লাইব্রেরি জরিপ করে একটি প্রতিবেদন প্রস্তুত করো।
৮. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের নিমিত্তে একটি প্রতিবেদন লিখ।

অনুবাদ

১. Trees are our friends …. Programme Successful.
২. The air of Education is to make …. it has no value.
৩. The life of a student is a life of …..
৪. Illiteracy is a great problem …. in the country.
৫. Man is the architect of his …. from day to day
৬. A good teacher is one of the …. each student.
৭. A Patriot is a man who …. of the people.
৮. Bangladesh is now a free Country …. make progress.
৯. Books are Men’s best …. much pleasure.

সারাংশ

১. আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে…সন্দেহ থাকে না।
২. প্রকৃত জ্ঞানের স্পৃহা না….উম্মেচিত হবে না।
৩. কোনো সভ্য জাতিকে…ছাড়া উপায় নেই।
৪. ভ্রাকে শ্রদ্ধার সঙ্গে…মানুষ নিজেকে পূর্ণ করে।
৫. কীসে হয় মর্যাদায় দাম…অবজ্ঞায় বলব যাও
৬. অভাব আছে বলিয়া…লাভ করিয়াছে।
৭. মানুষের সুন্দর মুখ…ও সাধনা চাই।

সারমর্ম

১. আসিতেছে শুভদিন … আসে নব উত্থান।
২. দৈন্য যদি আসে আসুক…দু’হাত বাড়াস।
৩. তরুতলে বসে পান্থ শ্রান্তি…ধন্য তরুর মতোন
৪. আমার একার সুখ, সুখ…জীবন সুমধুর করি
৫. পরের কারণে স্বার্থ…আমরা পারের তরে।
৬. জোটে যদি মোটে…সেই তো সুধা।
৭. পরেরে মেখে শেখা বুলি…কোথাও পাবি নারে।
৮. বসুমতি কেন তুমি…একেবারে ছাড়ে।
৯. কহিল মনের খেদে…সুমঙ্গল ধারা।

ভাবসম্প্রসারণ

১. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
২. সাহিত্য জাতির দর্পণসরূপ।
৩. স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
8. পড়িলে বই আলোকিত হয় না পড়িলে বই অন্ধকারে রই।
৫. প্ৰাণ থাকলেই প্রাণি হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
৬. বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
৭. বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়, গুরু উত্তরসাধক মাত্র।
৮. রাত যত গভির হয়, প্রভাত তত নিকটে আসে।
৯. পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে।
১০. কীর্তিমানের মৃত্যু নাই।
১১. স্বদেশ উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে? পশু সেই জন।
১২. দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।

খুদেগল্প

১. সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন’ বিষয়ক একটি খুদেগল্প লেখো।
২. ‘আলোকিত মানুষ শিরোনামে একটি খুদেগল্প লেখো।
৩. ‘সততার পুরুস্কার’ শিরোনামে একটি খুদেগল্প লেখো।
৪. ‘অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু” শিরোনামে একটি খুদেগল্প লেখো।
৫. ‘রক্তদানের পূণ্য’ শিরোনামে একটি খুলেগল্প লেখো।

৬. তোমার শৈশবস্মৃতি শিরোনামে একটি খুলেগল্প লেখো।

সংলাপ রচনা

১. করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো
২. “সাম্প্রদায়িক সম্প্রীতির মেলনবন্ধন” বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।
৩. নারীশিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।
৪. বিজ্ঞানচর্চার গুরুত্ব ও সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো।
৫. “ফেসবুকের সুফল ও কুফল” বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।
৬. বইপড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।
৭. বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো।
৮. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।
৯. ইংরেজি শিক্ষার সত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

উপরে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন দেওয়া হল। বিগত সাল থেকে আসা প্রশ্ন গুলো বাছাই করে এগুলো দেওয়া হয়েছে। আশা করি আপনাদের সর্বাধিক কমন থাকবে। এরকম আরো সাজেশন পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।
ধন্যবাদ সবাইকে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *