এসএসসি রসায়ন ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর: বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে রসায়ন অন্যতম। রসায়নে নানা ধরনের পরিবর্তন যেমন সৃষ্টি ধ্বংস, বৃখি রূপান্তর, উৎপাদন ইত্যাদির আলােচনা করা হয়। প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা আল-কেনি নামে পরিচিত। আল কেমি’ শব্দটি আরবি ‘আল কিমিয়া’ থেকে উদ্ধৃত, যা দিয়ে মিসরীয় সভ্যতাকে বুঝানাে হতাে।
রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখা যেমন- গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান ইত্যাদির বিশেষ যােগসূত্র রয়েছে । রসায়নের পরিধি ব্যাপক, যা মানুষের সেবায় নিয়ােজিত । রসায়নের চর্চাও সময়ের সাথে বৃদ্ধি পাচ্ছে। মােট কথা, আমাদের জীবনধারণের প্রতিটি বিষয়ের সাথে রসায়ন কোনাে না কোনােভাবে জড়িত। এজন্য রসায়নকে জীবনের জন্য বিজ্ঞান বলা হয়।
এসএসসি রসায়ন ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর
সৃজনশীল ০১: আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। আর রসায়ন হলাে বিজ্ঞানের কেন্দ্রীয় শাখা। সকাল হতে রাত পর্যন্ত আমাদের যাবতীয় কর্মকাণ্ড রসায়ন এর পরিমিত ব্যবহার মানব সভ্যতাকে নিয়ে যেতে পারে বহুদূর । কিন্তু অতিরিক্ত রাসায়নিক দ্রব্যের ব্যবহার সমাজ ও পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে।
ক. মধ্যযুগে রসায়ন চর্চাকে কী বলা হতো?
খ. কীভাবে মরিচা প্রতিরােধ করা যায়?
গ. উদ্দীপকের প্রথম দিকটি কীভাবে সভ্যতার উৎকর্ষ সাধনে অবদান রাখছে? বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত রসায়নের দ্বিতীয় দিকটি সমাজ ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ—বিশ্লেষণ কর।
সৃজনশীল ০২: রসায়ন ও পদার্থবিজ্ঞানের দুজন ছাত্র A ও B নিজ নিজ পাঠত বিষয় নিয়ে বিতর্কে জড়ালো। পাশ দিয়ে জীবনিওনের শিক্ষক C যাচ্ছিলেন। তিনি ছাত্রদের বুঝালেন “বিজ্ঞানের প্রতিটি বিষয় একটি অন্যটির সাথে সম্পর্কযুক্ত।”
ক. আলকেমি কী?
খ. সালােকসংশ্লেষণ বলতে কী বুঝ?
গ. A ও B &ণয়ের পঠিত বিষয়ের সাথে সম্পর্ক ব্যাখ্যা কর।
ঘ. শিক্ষকের উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
সৃজনশীল ০৩: বিজ্ঞানের অন্যতম দুটি প্রধান শাখা হলাে A ও B। A শাখায় জড় পদার্থের উপাদান, কাঠামাে, ধর্ম ও পারস্পরিক ক্রিয়া- বিক্রিয়া নিয়ে আলােচনা করা হয়। অন্যদিকে B শাখায় সংখ্যা ও অন্যান্য পরিমাপযােগ্য রাশিসমূহের মধ্যকার সম্পর্ক বর্ণনা করা হয় । B শাখাটি হলাে পরিমাণ, সংগঠন, পরিবর্তন ও স্থান বিষয়ক গবেষণা। এ শাখাটি মূলত বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে।
ক. বিজ্ঞান কী?
খ. বর্তমান পৃথিবীতে গবেষণার গুরুত্ব কী?
গ. উদ্দীপকের A শাখার সাথে B শাখার সম্পর্ক ব্যাখ্যা কর।
ঘ. বিজ্ঞানের প্রায় প্রতিটি শাখায় B শাখার প্রয়ােগ আছে। উক্তিটি বিশ্লেষণ কর।
সৃজনশীল ০৪: আমাদের প্রতিদিনের কর্মকাণ্ডে বিজ্ঞানের একটি অন্যতম শাখ এড়িত। এ শাখাতে নানা ধরনের পরিবর্তন যেমন সৃষ্টি, ধ্বংস, বৃদ্ধি, রুপান্তন, উৎপাদন ইত্যাদি আলােচনা করা হয়। বিশেষ করে শিল্পোৎপাদনে বিজ্ঞানের এ শাখার প্রয়োগ সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়।
ক. জীবচক্র কাকে বলে ?
খ. রসায়ন ও জীববিজ্ঞান কীভাবে সম্পর্কিত?
গ. আমাদের দৈনন্দিন জীবনে উদ্দীপকে উল্লিখিত শাখার প্রযাে ব্যাখ্যা কর।
ঘ. আমরা কীভাবে এ শাখার আশীর্বাদকে অভিশাপ হিসেবে ব্যবহার করছি? তােমার মতামতের আলােকে লেখ।
উপরে এসএসসি রসায়ন ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কেউ কিছু বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।