এসএসসি রসায়ন ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন: পৃথিবীতে যত পদার্থ আছে ‘সবই অতি ক্ষুদ্র কণিকা দিয়ে তৈরি। এরা এতোই ক্ষুদ্র যে অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন অণুবীক্ষণ যন্ত্র দ্বারাও তা দেখা যায় না। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম পরমাণু এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম অণু। প্রতিটি পরমাণুরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে।
প্রধান বৈশিষ্ট্য হলো এদের নিজ নিজ পারমাণবিক সংখ্যা। পরমাণু ও অণুর আপেক্ষিক এবং প্রকৃত ভর রয়েছে। প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন পরমাণুর প্রধান কণিকা। পরমাণুর কেন্দ্রে প্রোটন ও নিউট্রন নিয়ে গঠিত নিউক্লিয়াসই তার প্রায় সকল ভর বহন করে।
আরও পড়ুনঃ
প্রোটনের সমসংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়ায়। একই মৌলের আবার একাধিক ডরসংখ্যাবিশিষ্ট পরমাণু রয়েছে যাদের আইসোটোপ বলা হয়। মানবজীবনে বিভিন্ন ক্ষেত্রে এদের ব্যবহার ব্যাপক।
এসএসসি রসায়ন ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন
প্রশ্ন ০১: ‘A’ তৃতীয় পর্যায়ের হ্যালোজেন মৌল। এর দুটি আইসোটোপ রয়েছে এবং পর্যাপ্ততার দিক থেকে এদের শতকরা পরিমাণ যথাক্রমে 75% ও 25%। [এখানে ‘A’ প্রতীকী অর্থে প্রচলিত কোনো প্রতীক নয়]
ক. গলনাঙ্ক কাকে বলে?
খ. বডি স্প্রেতে ব্যাপন বা নিঃসরণের কোনটি আগে ঘটে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় কর।
ঘ. একই পর্যায়ের ২নং গ্রুপের অপর মৌলের সাথে ‘A’ মৌল কী ধরনের বন্ধন গঠন করে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
প্রশ্ন ০২: P একটি মৌলিক পদার্থ যার নিউক্লিয়াসের ভর 9.067 x 10^-23g, নিউট্রন সংখ্যা 30। মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে।
ক. গাইগার কাউন্টার কী?
খ. আইসোটোপ ও আইসোবারের মধ্যে পার্থক্য লিখ।
গ. P মৌলটি শনাক্ত কর।
ঘ. বিভিন্ন শক্তিস্তরে মৌলটির ইলেকট্রন বিন্যাস চিত্রের মাধ্যমে বিশ্লেষণ কর।
প্রশ্ন ০৩: D4 একটি পদার্থের আণবিক সংকেত যার একটি অণুর ভর হচ্ছে 2.06×10^-25 kg।
ক. আইসোমার কী?
খ. আইসোটোপ ও আইসোবারের মধ্যে ২টি পার্থক্য লিখ।
গ. D মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় কর। ঘ. D মৌলটি ক্লোরিনের সঙ্গে বন্ধন গঠন করলে অষ্টক নিয়ম কি মেনে চলবে? বিশ্লেষণ কর।
প্রশ্ন ০৪: A, B, ও C মৌলের প্রোটন সংখ্যা যথাক্রমে 8, 34, ও 42। [এখানে A, B, ও C প্রচলিত প্রতীক নয়]
ক. তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে?
খ. কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে শীতল করলে কেন তরলে পরিণত হয় না— ব্যাখ্যা কর।
গ. A মৌলটির সর্বশেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের B ও C মৌল দুটি ইলেকট্রন বিন্যাসের স্বাভাবিক নিয়ম মেনে চলে কি না ব্যাখ্যা কর।
শেষ কথা
উপরে এসএসসি রসায়ন ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কেউ কিছু বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।