ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ রচনা: আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আর্টিকেলে ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ রচনা শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি। ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ রচনা।
অনুচ্ছেদ রচনা: ডিজিটাল বাংলাদেশ
গ্লোবালাইজেশনের এই যুগে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘােষণা একটি সময়ােপযােগী প্রগতিশীল পদক্ষেপ। গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন বলতে বােঝায় বিশ্বের জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি, অর্থনীতি ও পরিবেশের তাত্ত্বিক ও প্রায়ােগিক দৃষ্টিকোণ থেকে একই দিকে উত্তরণ । আর সেই বৈশ্বিক উত্তরণের প্রেক্ষাপটে, তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ হিসেবে।
বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনীতিক অঙ্গনে ‘ডিজিটাল বাংলাদেশ’-এর ধারণা একটি উল্লেখযােগ্য সংযােজন। জলবায়ুর তা পরিবর্তনসহ বিবিধ কারণে দ্রুত বদলে যাচ্ছে বিশ্বপ্রেক্ষাপট । পৃথিবী ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করে সময়ের সঙ্গে তাল মিলিয়ে। চলতে প্রতিনিয়ত উদ্ভাবিত হচ্ছে বিজ্ঞানের নতুন নতুন পদ্ধতি, উন্মােচিত হচ্ছে অত্যাধুনিক সভ্যতার নব দিগন্ত।
তত্ত্ব-সত্য, তথ্যউপাত্ত সরবরাহে মানুষের জীবন এখন সম্পূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর । সেই নির্ভরতার প্রেক্ষিতে ডিজিটাল বাংলাদেশ অথবা, ভিশন – ২০২১ এদেশের মানুষের একটি প্রত্যয়দীপ্ত চেতনাশীল জাগ্রত স্বপ্ন।
সেই স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ সরকারের একান্ত আন্তরিক প্রচেষ্টায় নানা কর্মকৌশল নির্ধারণ ও তার প্রয়োেগ ইতােমধ্যে শুরু হয়েছে। তাই এমন স্বর্ণযুগের ভাগ্যবান নাগরিক হিসেবে আমাদের। প্রত্যাশা তথ্যপ্রযুক্তির প্রয়ােগ ও অগ্রগতিতে সমগ্র বিশ্বের কাছে একদিন বাংলাদেশ হবে একটি রােল মডেল।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী আপডেট এর জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।