আপনি কি তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন খুজতেছেন? তাহলে আজকের আর্টিকেল টি আপনাদের জন্য। আজকের আর্টিকেলে তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর শেয়ার করব। তো চলুন শুরু করি।
তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন-১. সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: সুফিয়া কামাল বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-২. কবি সুফিয়া কামালের পিতার নাম কী?
উত্তর: কবি সুফিয়া কামালের পিতার নাম সৈয়দ আবদুল বারী।
প্রশ্ন-৩. সুফিয়া কামালের জন্মের সময় বাঙালি মুসলমান নারীদের কীরকম জীবন কাটাতে হতো?
উত্তর: সুফিয়া কামালের জন্মের সময় বাঙালি মুসলমান নারীদের গৃহবন্দি জীবন কাটাতে হতো।
প্রশ্ন-৪. সুফিয়া কামালের জন্মের সময় তাঁর পরিবারে কোন ভাষার প্রবেশ একরকম বন্ধ ছিল?
উত্তর: সুফিয়া কামালের জন্মের সময় তাঁর পরিবারে বাংলা ভাষার প্রবেশ একরকম বন্ধ ছিল।
প্রশ্ন-৫. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকার কততম সংখ্যায় প্রকাশিত হয়?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকার নবম বর্ষ ষষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয়।
প্রশ্ন-৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির মন কীসে আচ্ছন্ন হয়ে যায়?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির মন, রিক্ততার হাহাকারে আচ্ছন্ন হয়ে যায়।
প্রশ্ন-৭. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবিকে বসন্ত বন্দনা করতে বলেছেন কে?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবিভক্ত কবিকে বসন্ত বন্দনা করতে বলেছেন।
প্রশ্ন-৮. কোন ঋতুর কারণে কবি রিক্ত ও বিষণ্ন হয়ে আছেন?
উত্তর: শীত ঋতুর কারণে কবি রিক্ত ও বিষণ্ন হয়ে আছেন ।
প্রশ্ন-৯. বিরুদ্ধ পরিবেশে কবি সুফিয়া কামাল কোন ধরনের শিক্ষার সুযোগ পাননি?
উত্তর: বিরুদ্ধ পরিবেশে কবি সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি।
প্রশ্ন-১০. গঠনরীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কেমন?
উত্তর: গঠনরীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি সংলাপনির্ভর।
প্রশ্ন-১১. প্রকৃতিতে বাতাবি নেবুর ফুল দেখা যায় কোন ঋতুতে?
উত্তর: প্রকৃতিতে বাতাবি নেবুর ফুল দেখা যায় বসন্ত ঋতুতে।
প্রশ্ন-১২. কবি শীতকে কী রূপে কল্পনা করেছেন?
উত্তর: কবি শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন।
প্রশ্ন-১৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কী দ্বারা আচ্ছন্ন হয়ে আছে?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি বিষাদময় রিক্ততার সুরে আচ্ছন্ন হয়ে আছে।
প্রশ্ন-১৪. ‘অলখ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘অলখ’ শব্দের অর্থ— অলক্ষ বা দৃষ্টির অগোচর।
প্রশ্ন-১৫. ‘উন্মনা’ শব্দের অর্থ কী? উত্তর: ‘উন্মনা’ শব্দের অর্থ— অন্যমনস্ক।
প্রশ্ন-১৬. সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: সুফিয়া কামাল ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন।
প্রশ্ন-১৭. ‘কেয়ার কাঁটা’ সুফিয়া কামালের কোন ধরনের রচনা?
উত্তর: ‘কেয়ার কাঁটা’ সুফিয়া কামাল রচিত একটি গল্প ।
প্রশ্ন-১৮. সুফিয়া কামালের স্বামীর নাম কী?
উত্তর: সুফিয়া কামালের স্বামীর নাম সৈয়দ নেহাল হোসেন।
প্রশ্ন-১৯. বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ কোন মহিলা কবি?
উত্তর: বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ কবি সুফিয়া কামাল।
প্রশ্ন-২০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কী প্রকাশ পেয়েছে?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় প্রকৃতি ও মানবমনের সম্পর্কের অভিব্যক্তি প্রকাশ পেয়েছে।
প্রশ্ন-২১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন দুয়ার খুলে গেছে?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় দক্ষিণ দুয়ার খুলে গেছে।
প্রশ্ন-২২. ‘মায়া কাজল’ সুফিয়া কামালের কোন জাতীয় রচনা?
উত্তর: ‘মায়া কাজল’ সুফিয়া কামালের কাব্যগ্রন্থ।
প্রশ্ন-২৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কীসের ছায়াপাত ঘটেছে?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে।
প্রশ্ন-২৪. কার মৃত্যুতে কবি সুফিয়া কামালের জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে?
উত্তর: স্বামী নেহাল হোসেনের মৃত্যুতে কবি সুফিয়া কামালের জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে।
প্রশ্ন-২৫. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা।
প্রশ্ন-২৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কয়টি ফুলের কথা উল্লেখ করেছেন?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি তিনটি ফুলের কথা উল্লেখ করেছেন।
প্রশ্ন-২৭. ‘পুষ্পারতি’ শব্দটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: ‘পুষ্পারতি’ শব্দটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ফুলের বন্দনা অর্থে ব্যবহৃত হয়েছে।
প্রশ্ন-২৮. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কয়টি ঋতুর কথা বলা হয়েছে?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় দুটি ঋতুর কথা বলা হয়েছে।
প্রশ্ন-২৯. কবি সুফিয়া কামালের কাব্য সাধনায় প্রেরণাপুরুষ কে ছিলেন?
উত্তর: কবি সুফিয়া কামালের কাব্য সাধনায় প্রেরণাপুরুষ ছিলেন তাঁর স্বামী সৈয়দ নেহাল হোসেন।
প্রশ্ন-৩০. কে শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন?
উত্তর: কবি সুফিয়া কামাল শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন।
প্রশ্ন-৩১: দৃষ্টির অগোচর বোঝাতে ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন শব্দটি ব্যবহার করা হয়েছে?
উত্তর: দৃষ্টির অগোচর’ বোঝাতে ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘অলখ’ শব্দটি ব্যবহার করা হয়েছে।
প্রশ্ন-৩২. ‘বাতাবি নেবুর ফুল ফুটেছে কি?’— কে, কাকে এ প্রশ্ন করেছেন?
উত্তর: ‘বাতাবি নেবুর ফুল ফুটেছে কি?’— কবি তাঁর ভক্তকে এ প্রশ্ন করেছেন।
প্রশ্ন-৩৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কেমন গানের কথা জানতে চেয়েছেন?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি আগমনী গানের কথা জানতে চেয়েছেন।
প্রশ্ন-৩৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কোন ফুল ফোটার কথা জানতে চেয়েছেন?
উত্তর: ‘তাহারে পড়ে মনে’ কবিতায় কবি বাতাবি নেবুর ফুল ফোটার কথা জানতে চেয়েছেন।
প্রশ্ন-৩৫. কে কবিকে বসন্ত-বন্দনা রচনা করতে বলেছেন?
উত্তর: কবিভক্ত কবিকে বসন্ত-বন্দনা রচনা করতে বলেছেন।
প্রশ্ন-৩৬. কবি সুফিয়া কামাল শীতের রিক্ততার সাথে কীসের সাদৃশ্য খুঁজে পেয়েছেন?
উত্তর: কবি সুফিয়া কামাল শীতের রিক্ততার সাথে নিজ জীবনের অনন্ত শূন্যতার সাদৃশ্য খুঁজে পেয়েছেন।
প্রশ্ন-৩৭, ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকায় প্রকাশিত হয়।
প্রশ্ন-৩৮. ‘দক্ষিণ দুয়ার গেছে খুলি?’— প্রশ্নটি কার?
উত্তর: ‘দক্ষিণ দুয়ার গেছে খুলি?’ – প্রশ্নটি কবির।
প্রশ্ন-৩৯, ‘উত্তরী’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘উত্তরী’ শব্দটির অর্থ চাদর বা উত্তরীয়।
প্রশ্ন-৪০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কয়টি চরিত্র রয়েছে?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় দুটি চরিত্র রয়েছে।
প্রশ্ন-৪১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির কাকে মনে পড়ে?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির প্রিয়তম স্বামীর কথা মনে পড়ে।
প্রশ্ন-৪২. ‘কুড়ি’ শব্দটির ব্যুৎপত্তি নির্দেশ করো।
উত্তর: ‘কুড়ি’ শব্দটির ব্যুৎপত্তি হচ্ছে— কোরক।
প্রশ্ন-৪৩. সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়?
উত্তর: সুফিয়া কামালের পৈতৃক নিবাস কুমিল্লা।
প্রশ্ন-৪৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কত সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি ১৯৩৫ সালে প্রথম প্রকাশিত হয়।
প্রশ্ন-৪৫. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন ঋতুর আগমনের কথা বলা হয়েছে?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় বসন্ত ঋতুর আগমনের কথা বলা হয়েছে।
প্রশ্ন-৪৬. ‘অর্ঘ্য বিরচন’ অর্থ কী?
উত্তর: ‘‘অর্ঘ্য বিরচন’— অর্থ অঞ্জলি বা উপহার রচনা।
প্রশ্ন-৪৭. ‘সমীর’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘সমীর’ শব্দের অর্থ বাতাস।
প্রশ্ন-৪৮. কবি কোন দিকের দুয়ার খোলার কথা জানতে চেয়েছেন?
উত্তর: কবি দখিনা দুয়ার খোলার কথা জানতে চেয়েছেন ।
প্রশ্ন-৪৯. কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন কত সালে মারা যান?
উত্তর: কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন ১৯৩২ সালে মারা যান।
প্রশ্ন-৫০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘হে কবি’ বলে কে সম্বোধন করেছেন?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘হে কবি’ বলে কবিভক্ত সম্বোধন করেছেন।
প্রশ্ন-৫১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কে লিখেছেন?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কবি সুফিয়া কামাল লিখেছেন।
প্রশ্ন-৫২. কোন ঋতুতে দখিনা বাতাস বইতে শুরু করে?
উত্তর: বসন্ত ঋতুতে দখিনা বাতাস বইতে শুরু করে।
প্রশ্ন-৫৩, ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় পুষ্পশূন্য কোন পথ?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথ।
প্রশ্ন-৫৪, বাতাবি নেবুর প্রসঙ্গ এসেছে কোন কবিতায়?
উত্তর: বাতাবি নেবুর প্রসঙ্গ এসেছে ‘তাহারেই পড়ে মনে’ কবিতায়।
প্রশ্ন-৫৫, সুফিয়া কামাল তাঁর সাহসী কর্মকাণ্ডের জন্যে কোন বিশেষ অভিধা পান?
উত্তর: সুফিয়া কামাল তাঁর সাহসী কর্মকাণ্ডের জন্যে ‘জননী সাহসিকা’ অভিধা পান।
প্রশ্ন-৫৬. সুফিয়া কামালের জন্মসাল কত?
উত্তর: সুফিয়া কামালের জন্মসাল ১৯১১।
প্রশ্ন-৫৭. ‘পাথার’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘পাথার’ শব্দের অর্থ সমুদ্র।
প্রশ্ন-৫৮. ‘মাঘের সন্ন্যাসী’ কাকে বলা হয়েছে?
উত্তর: ‘মাঘের সন্ন্যাসী’ বলতে শীতকে বোঝানো হয়েছে।
উপরে তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কেউ কিছু না বুঝলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।