রকেট একাউন্ট দেখার নিয়ম ২০২৩

রকেট একাউন্ট দেখার নিয়ম: রকেট একাউন্ট দেখতে আপনাকে কোন ডায়াল নম্বর ব্যবহার করতে হবে?  না জানলে আজকের পোস্ট থেকে জেনে নিন।  আজকের পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রকেট একাউন্ট দেখতে হয় বা রকেট একাউন্ট দেখার নিয়ম ২০২৩ সম্পর্কে। আশা করি সবাই বুঝতে পারবেন এবং নিজের রকেট একাউন্ট সহজেই দেখতে পারবেন।

রকেট একাউন্ট দেখার নিয়ম 2023

রকেট একাউন্ট দেখার জন্য দুটি নিয়ম আছে। রকেট একাউন্ট আপনি দুটি উপায় দেখতে পারবেন। একটি ডায়াল কোডের মাধ্যমে এবং অন্যটি রকেট অ্যাপের মাধ্যমে।

আরও পড়ুনঃ

রকেট এর ডায়াল কোড

রকেটের ডায়াল কোড নম্বর হল *322#। প্রথমে আপনার মোবাইল থেকে *322# ডায়াল করুন। এটি ডায়াল করার পর আপনার মোবাইলের সামনে একটি ইন্টারফেস আসবে।  সেখানে আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন।

আপনার একাউন্ট দেখতে, এখান থেকে বিকল্প নম্বর 5 নির্বাচন করুন। 5 নম্বর অপশনে আপনি My Nagad লেখা দেখতে পাবেন।  তারপর আপনি টাইপ করুন এবং সেন্ড বাটনে ক্লিক করুন। একটি ইন্টারফেস আবার আপনার সামনে উপস্থিত হবে।

এখান থেকে আপনি আবার অপশন নম্বর 1 নির্বাচন করুন। সেখানে ব্যালেন্স ইনকোয়ারি লেখা থাকবে। 1 টাইপ করুন এবং আবার পাঠান বোতামে ক্লিক করুন। ক্লিক করার পরে, একটি ইন্টারফেস আবার প্রদর্শিত হবে।  ইন্টার পিনের লেখা দেখতে পাবেন।

এখানে ক্যাশ একাউন্টের গোপন পিন নম্বর টাইপ করুন এবং সেন্ড বোতামে ক্লিক করুন।  ক্লিক করার পরে, আপনি আপনার রকেট একাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন। তবে এখানে একটা কথা বলে রাখি, পিন নম্বর কখনোই কারো সাথে শেয়ার করবেন না। (রকেট একাউন্ট দেখার নিয়ম ২০২৩)

রকেট অ্যাপ - Rocket App

রকেট অ্যাপ – Rocket App

রকেট অ্যাপ এর মাধ্যমে দেখতে, আপনাকে প্রথমে Google Play Store থেকে রকেট অ্যাপ ডাউনলোড করতে হবে।  তাই প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে রকেট টাইপ করতে হবে।

রকেট টাইপ করে সার্চ করলেই পেয়ে যাবেন রকেটের নিজস্ব অ্যাপস। আপনার মোবাইল ফোনে সেই অ্যাপটি ইনস্টল করুন। একবার ইনস্টল হয়ে গেলে, আপনাকে আপনার রকেট একাউন্টের মোবাইল নম্বর এবং গোপন পিন নম্বর দিয়ে একাউন্টে লগইন করতে হবে।

সঠিকভাবে লগ ইন করার পরে, আপনি রকেট ব্যালেন্সের পাশাপাশি অন্যান্য পরিষেবা যেমন অর্থ প্রেরণ, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল পেমেন্ট ইত্যাদি দেখতে সক্ষম হবেন। রকেট একাউন্টের ব্যালেন্স দেখতে আপনি শীর্ষে দেখতে পাবেন ব্যালেন্স জানতে ট্যাপ করুন  এখানে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার রকেট একাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন।

রকেট ডায়াল নম্বর

রকেট ডায়াল নম্বর হল *322#।  এই কোড ব্যবহার করে আপনি রকেট একাউন্টের সমস্ত কার্যক্রম পরিচালনা করতে পারবেন।  এই রকেট ডায়াল নম্বরটির মাধ্যমে আপনি মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, টাকা পাঠানো, ব্যালেন্স চেক, গ্রামীণ বিদ্যুৎ পেমেন্ট সহ সমস্ত রকেট পরিষেবা পরিচালনা করতে পারবেন।

শেষ কথা

আশা করছি বন্ধুরা আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা রকেট একাউন্ট দেখার নিয়ম জেনে গেছেন। খুব সহজে আপনারা নিজেদের রকেট একাউন্ট দেখতে পারবেন। যদি কোন সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারবেন এবং সহজে সমাধান পেয়ে যাবেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *