রক্তে আমার অনাদি অস্থি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পোস্টে আপনাকে স্বাগতম। রক্তে আমার অনাদি অস্থি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর খুজতেছেন? আজকের আর্টিকেল টি আপনাদের জন্য। আজকের আর্টিকেলে রক্তে আমার অনাদি অস্থি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর শেয়ার করা হবে। তাহলে চলুন শুরু করা যাক।
রক্তে আমার অনাদি অস্থি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন-১. কবি দিলওয়ারের পুরো নাম কী?
উত্তর: কবি দিলওয়ারের পুরো নাম- দিলওয়ার খান।
প্রশ্ন-২. কবি দিলওয়ারের পারিবারিক পদবি কী?
উত্তর: কবি দিলওয়ারের পারিবারিক পদবি ‘খান’।
প্রশ্ন-৩. দিলওয়ারের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: দিলওয়ারের প্রথম কাব্যগ্রন্থ ‘জিজ্ঞাসা’।
প্রশ্ন-৪. কবি দিলওয়ার কোন পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন?
উত্তর: কবি দিলওয়ার ‘দৈনিক গণকণ্ঠ’ পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন।
প্রশ্ন-৫. ‘ঐকতান’ কবি দিলওয়ারের কোন ধরনের রচনা?
উত্তর: ‘ঐকতান’ কবি দিলওয়ারের রচিত কাব্যগ্রন্থ।
প্রশ্ন-৬. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কাকে বন্দনা করা হয়েছে?
উত্তর: ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় নদীমাতৃক বাংলাদেশকে বন্দনা করা হয়েছে।
প্রশ্ন-৭. কবি দিলওয়ার কী হিসেবে নিজের পরিচয় ব্যক্ত করেছেন?
উত্তর: কবি দিলওয়ার গণমানবের শিল্পী হিসেবে নিজের পরিচয় ব্যক্ত করেছেন।
প্রশ্ন-৮. কবি দিলওয়ার নিজের অস্তিত্বে কী ধারণ করে আছেন?
উত্তর: কবি দিলওয়ার নিজের অস্তিত্বে জাতিসত্তার শোণিত ও অস্থি ধারণ করে আছেন।
প্রশ্ন-৯. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় বর্ণিত বহমান জীবন কী নয়?
উত্তর: ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় বর্ণিত বহমান জীবন বাধাহীন নয়।
প্রশ্ন-১০. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কয়টি নদীর উল্লেখ রয়েছে?
উত্তর:, ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় ছয়টি নদীর উল্লেখ রয়েছে।
আরও পড়ুনঃ রক্তে আমার অনাদি অস্থি কবিতার অনুধাবন প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১১. প্রবহমান নদীর বাঁকে বাঁকে কী পাতা রয়েছে?
উত্তর: প্রবহমান নদীর বাঁকে বাঁকে মৃত্যুর ফাঁদ পাতা রয়েছে।
প্রশ্ন-১২. কবি কার কাছে প্রেম প্রত্যাশা করেন?
উত্তর: কবি যমুনার কাছে প্রেম প্রত্যাশা করেন।
প্রশ্ন-১৩. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কার কাজল বুকের পলিতে গলিত হেম?
উত্তর: ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় সুরমার কাজল বুকের পলিতে গলিত হেম।
প্রশ্ন-১৪. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কাদের ‘নরদানব’ বলা হয়েছে?
উত্তর: ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় বিদেশি নরপিশাচদের ‘নরদানব’ বলা হয়েছে।
প্রশ্ন-১৫. বিদেশি নরদানবের আগ্রাসন কাদের দমাতে পারেনি?
উত্তর: বিদেশি নরদানবের আগ্রাসন ক্রোধমত্ত জনগোষ্ঠীকে দমাতে পারেনি ।
প্রশ্ন-১৬. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় বর্ণিত ‘প্রাণের জাহাজ’ বোঝাই আছে কোথায়?
উত্তর: ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় বর্ণিত ‘প্রাণের জাহাজ’ বোঝাই আছে নরদানবের মুখে।
প্রশ্ন-১৭. কবির রক্তে যে অনাদি অস্থি, তা কারা জানে না?
উত্তর: কবির রক্তে যে অনাদি অস্থি, তা বিদেশের কেউ জানে না ।
প্রশ্ন-১৮. ‘মারণ বেলা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘মারণ বেলা’ শব্দের অর্থ— বিনাশ কাল।
প্রশ্ন-১৯. ‘অনাদি’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘অনাদি’ শব্দের অর্থ— আদিহীন।
প্রশ্ন-২০. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কাকে উৎসর্গ করা হয়?
উত্তর: ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কবীর চৌধুরীকে উৎসর্গ করা হয়।
প্রশ্ন-২১. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কাব্যগ্রন্থটি প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
উত্তর: ‘রক্তে আমার অনাদি অস্থি’ কাব্যগ্রন্থটি প্রথম সিলেট থেকে প্রকাশিত হয় ।
প্রশ্ন-২২. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত?
উত্তর: ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি ছয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
প্রশ্ন-২৩. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটির অপূর্ণ পর্ব কত মাত্রার?
উত্তর: ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটির অপূর্ণ পর্ব ২ মাত্রার।
প্রশ্ন-২৪. কবি দিলওয়ার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
উত্তর: কবি দিলওয়ার ভার্থখলা গ্রামে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-২৫. কবি দিলওয়ারের কবিতার মূলসুর কী?
উত্তর: কবি দিলওয়ারের কবিতার মূলসুর দেশ, মাটি ও মানুষের প্রতি আস্থা ও দায়বদ্ধতা।
প্রশ্ন-২৬. কবি দিলওয়ারের ক্রোধ কোন সম্পদে পরিণত হয়েছে?
উত্তর: কবি দিলওয়ারের ক্রোধ সমগ্র জনগোষ্ঠীর সম্পদে পরিণত হয়েছে।
প্রশ্ন-২৭. কবি দিলওয়ার নিজের অস্তিত্বে কী ধারণ করে আছেন?
উত্তর: কবি দিলওয়ার নিজের অস্তিত্বে জাতিসত্তার শোণিত ও অস্থি ধারণ করে আছেন।
প্রশ্ন-২৮. ‘প্রাণের জাহাজ’ কথাটি ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: ‘প্রাণের জাহাজ’ কথাটি ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় জনতা ও জনসম্পদ বোঝাতে ব্যবহৃত হয়েছে।
প্রশ্ন-২৯. কবি দিলওয়ার যমুনার কাছে কী চেয়েছেন?
উত্তর: কবি দিলওয়ার যমুনার কাছে প্রেম চেয়েছেন।
প্রশ্ন-৩০. ‘অনতীত পক্তিমালা’ কোন কবির কাব্যগ্রন্থ?
উত্তর: ‘অনতীত পঙ্ক্তিমালা’ দিলওয়ারের কাব্যগ্রন্থ।
প্রশ্ন-৩১. “রক্তে আমার অনাদি অস্থি” কবিতায় কবির ক্রোধকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তর: ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কবির ক্রোধকে ভয়াল ঘূর্ণির সঙ্গে তুলনা করা হয়েছে।
প্রশ্ন-৩২. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কবি তাঁর প্রাণস্বপ্নকে কোথায় আমানত রেখেছেন?
উত্তর: ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কবি তাঁর প্রাণস্বপ্নকে বঙ্গোপসাগরে আমানত রেখেছেন।
প্রশ্ন-৩৩. ‘স্বনিষ্ঠ সনেট’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘স্বনিষ্ঠ সনেট’ কব্যিগ্রন্থটির রচয়িতা কবি দিলওয়ার ।
প্রশ্ন-৩৪. ‘গণমানব’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘গণমানব’ শব্দটির অর্থ প্রান্তিক জনগণ।
প্রশ্ন-৩৫. ‘হেম’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘হেম’ শব্দের অর্থ সোনা।
প্রশ্ন-৩৬. ‘নিরবধি’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘নিরবধি’ শব্দের অর্থ— বিরামহীন।
প্রশ্ন-৩৭. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি ১৯৮১ সালে প্রকাশিত হয়।
প্রশ্ন-৩৮. সিলেট শহর সংলগ্ন কোন নদী রয়েছে?
উত্তর: সিলেট শহর সংলগ্ন সুরমা নদী রয়েছে।
প্রশ্ন-৩৯. কবি কোন নদীর প্রেম চান?
উত্তর: কবি যমুনা নদীর প্রেম চান।
প্রশ্ন-৪০. কবির ক্রোধ কোথায় জ্বলে?
উত্তর: গণমানবের বুকে কবির ক্রোধ জ্বলে।
প্রশ্ন-৪১. কবি বঙ্গোপসাগরের কাছে কী আমানত রেখেছেন?
উত্তর: কবি বঙ্গোপসাগরের কাছে তাঁর প্রাণ স্বপ্নকে আমানত রেখেছেন।
প্রশ্ন-৪২. ‘ঘূর্ণি’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ঘূর্ণি’ শব্দের অর্থ— ঘূর্ণমান জলরাশি।
প্রশ্ন-৪৩. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
প্রশ্ন-৪৪. কবি দিলওয়ার কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: কবি দিলওয়ার ১৯৩৭ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-৪৫. কবি পদ্মার কাছে কী চেয়েছেন?
উত্তর: কবি পদ্মার কাছে যৌবন চেয়েছেন প্রশ্ন-৪৬. কবির রক্তে কী রয়েছে? উত্তর: কবির রক্তে অনাদি অস্থি রয়েছে।
প্রশ্ন-৪৭. কবি দিলওয়ার মৃত্যুবরণ করেন কবে?
উত্তর: কবি দিলওয়ার মৃত্যুবরণ করেন ২০১৩ খ্রিষ্টাব্দের ১০ই অক্টোবর।
প্রশ্ন-৪৮. ‘অস্থি’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘অস্থি’ শব্দের অর্থ ‘হাড়’।
প্রশ্ন-৪৯. ‘রক্তে আমার অনাদি অস্থি’— কবিতার রচয়িতা কে?
উত্তর: ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতার রচয়িতা দিলওয়ার।
প্রশ্ন-৫০. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি ‘রক্তে আমার অনাদি অস্থি’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
রক্তে আমার অনাদি অস্থি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কেউ কিছু বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।