সেই অস্ত্র কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পোস্টে আপনাকে স্বাগতম। আপনি কি সেই অস্ত্র কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর খুজতেছেন? আজকের আর্টিকেল টি আপনাদের জন্য। আজকের আর্টিকেলে সেই অস্ত্র কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর শেয়ার করা হবে। তাহলে চলুন শুরু করা যাক।
সেই অস্ত্র কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. ‘সেই অস্ত্র’ কবিতাটির রচয়িতা কে?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতাটির রচয়িতা আহসান হাবীব।
প্রশ্ন-২. কবি আহসান হাবীব কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: কবি আহসান হাবীব পিরোজপুরের শংকরপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-৩. আহসান হাবীব মূলত কোন ধরনের শিল্পী?
উত্তর: আহসান হাবীব মূলত মানবদরদি শিল্পী ।
প্রশ্ন-৪. কবি আহসান হাবীব কত খ্রিষ্টাব্দে ‘দৈনিক বাংলা’ পত্রিকায় যোগ দেন?
উত্তর: কবি আহসান হাবীব ১৯৬৪ খ্রিষ্টাব্দে ‘দৈনিক বাংলা’ পত্রিকায় যোগ দেন।
প্রশ্ন-৫. কোন ধরনের সাহিত্যে কবি আহসান হাবীবের বিশেষ আগ্রহ ছিল?
উত্তর: উপন্যাস ও শিশুসাহিত্যে কবি আহসান হাবীবের বিশেষ আগ্রহ ছিল।
প্রশ্ন-৬. আহসান হাবীবের মাতার নাম কী?
উত্তর: কবি আহসান হাবীবের মাতার নাম জমিলা খাতুন।
আরও পড়ুনঃ সেই অস্ত্র কবিতার অনুধাবন প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-৭. আহসান হাবীব কত সালে কলকাতা থেকে ঢাকা আসেন?
উত্তর: আহসান হাবীব ১৯৫০ সালে কলকাতা থেকে ঢাকা আসেন।
প্রশ্ন-৮. আহসান হাবীব আমৃত্যু কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর: আহসান হাবীব আমৃত্যু ‘দৈনিক বাংলা’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন।
প্রশ্ন-৯. আহসান হাবীবের কবি প্রতিভার মূলসুর কী?
উত্তর: আহসান হাবীবের কবি প্রতিভার মূলসুর এক সুগভীর জীবনঘনিষ্ঠ আশাবাদী চেতনা।
প্রশ্ন-১০. ‘সেই অস্ত্ৰ’ কবিতাটির গঠনগত বিশেষত্ব কী?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতাটির গঠনগত বিশেষত্ব হলো এর অনাড়ম্বর সহজ গতিময়তা।
প্রশ্ন-১১. ‘সেই অস্ত্র’ কবিতায় পর্বগুলোর বিন্যাস কেমন?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতার পর্বগুলোর বিন্যাস অসম।
প্রশ্ন-১২. ‘সেই অস্ত্র’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতাটি অন্ত্যমিলহীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত।
প্রশ্ন-১৩, ‘ছায়াহরিণ’ আহসান হাবীবের কী ধরনের রচনা?
উত্তর: ‘ছায়াহরিণ’ আহসান হাবীবের কাব্যগ্রন্থ।
প্রশ্ন-১৪. আহসান হাবীবের কবিতা লেখার হাতেখড়ি হয় কখন?
উত্তর: আহসান হাবীবের কবিতা লেখার হাতেখড়ি হয় স্কুলজীবনে।
প্রশ্ন-১৫. কোন কলেজে অধ্যয়নরত অবস্থায় কবিকে ভাগ্যান্বেষণে কলকাতায় চলে যেতে হয়?
উত্তর: বরিশালের ব্রজমোহন কলেজে অধ্যয়নরত অবস্থায় কবিকে ভাগ্যান্বেষণে কলকাতায় চলে যেতে হয়।
প্রশ্ন-১৬. ‘সেই অস্ত্র’ কবিতায় কোন নগরীর উল্লেখ রয়েছে?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতায় ট্রয়নগরীর উল্লেখ রয়েছে।
প্রশ্ন-১৭. প্রাচীন গ্রিসের স্থাপত্যকলায় নন্দিত শহরের নাম কী?
উত্তর: প্রাচীন গ্রিসের স্থাপত্যকলায় নন্দিত শহরের নাম ট্রয়নগরী।
প্রশ্ন-১৮. ট্রয়নগরী কোথায় অবস্থিত?
উত্তর: ট্রয়নগরী প্রাচীন গ্রিসে অবস্থিত।
প্রশ্ন-১৯. ‘সেই অস্ত্র’ কবিতার মাধ্যমে কবি পৃথিবীতে কী ছড়িয়ে দিতে চেয়েছেন?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতার মাধ্যমে কবি পৃথিবীতে ভালোবাসা ছড়িয়ে দিতে চেয়েছেন।
প্রশ্ন-২০. ‘সেই অস্ত্র’ কবিতায় কবির আকাঙ্ক্ষা কী?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতায় কবির আকাঙ্ক্ষা হলো ভালোবাসা আর শান্তির অস্ত্র দিয়ে সকল মারণাস্ত্রকে পরাভূত করা।
প্রশ্ন-২১. ‘অমোঘ অস্ত্র’ অর্থ কী?
উত্তর: ‘অমোঘ অস্ত্র’ অর্থ হলো অব্যর্থ অস্ত্র।
প্রশ্ন-২২. শান্তিপ্রিয় পৃথিবীবাসীর জন্যে ‘সেই অস্ত্র’ কবিতাটি কী?
উত্তর: শান্তিপ্রিয় পৃথিবীবাসীর জন্যে ‘সেই অস্ত্র’ কবিতাটি যেন প্রার্থনাসংগীত।
প্রশ্ন-২৩. ‘অবিনাশী’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘অবিনাশী’ শব্দের অর্থ হলো শাশ্বত।
প্রশ্ন-২৪, সেই অস্ত্র উত্তোলিত হলে নদী আরও কী হবে?
উত্তর: সেই অস্ত্র উত্তোলিত হলে নদী আরও কল্লোলিত হবে।
প্রশ্ন-২৫, সেই অস্ত্র উত্তোলিত হলে কোথায় আগুন জ্বলবে না?
উত্তর: সেই অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না।
প্রশ্ন-২৬. কবির সেই অস্ত্র ব্যাপ্ত হলে কোথায় অগ্ন্যুৎপাত হবে না?
উত্তর: কবির সেই অস্ত্র ব্যাপ্ত হলে মানব বসতির বুকে অগ্ন্যুৎপাত হবে না।
প্রশ্ন-২৭. কীসের করালগ্রাসে অনেকেই মানবিকতাশূন্য হয়ে পড়ে?
উত্তর: হিংসা আর স্বার্থপরতার করালগ্রাসে অনেকেই মানবিকতাশূন্য হয়ে পড়ে।
প্রশ্ন-২৮. লক্ষ লক্ষ মানুষকে পঙ্গু-বিকৃত করবে না কী?
উত্তর: লক্ষ লক্ষ মানুষকে পঙ্গু-বিকৃত করবে না মুহূর্তের অগ্ন্যুৎপাত ।
প্রশ্ন-২৯. জাপানের হিরোশিমা-নাগাসাকিতে ঘটে যাওয়া নৃশংসতা কোন বিশ্বযুদ্ধের ফল?
উত্তর: জাপানের হিরোশিমা-নাগাসাকিতে ঘটে যাওয়া নৃশংসতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফল।
প্রশ্ন-৩০, ‘সেই অস্ত্র’ উত্তোলিত হলে বার বার কী বিধ্বস্ত হবে না?
উত্তর: ‘সেই অস্ত্র’ উত্তোলিত হলে বার বার বিধ্বস্ত হবে না ট্রয়নগরী।
প্রশ্ন-৩১. ভালোবাসার অস্ত্র উত্তোলিত হলে অরণ্য কেমন রূপ ধারণ করবে?
উত্তর: ভালোবাসার অস্ত্র উত্তোলিত হলে অরণ্য আরও সবুজ রূপ ধারণ করবে।
প্রশ্ন-৩২. ‘সেই অস্ত্র’ কবিতায় কবি কী ফিরে পেতে চান?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতায় কবি হৃতবোধকে ফিরে পেতে চান ।
প্রশ্ন-৩৩, ‘সেই অস্ত্র’ কবিতায় কবি আহসান হাবীবের একমাত্র প্রত্যাশা কী?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতায় কবি আহসান হাবীবের একমাত্র প্রত্যাশা। হলো মানবসমাজে ভালোবাসা ফিরে পাওয়া।
প্রশ্ন-৩৪. ‘সেই অস্ত্র’ কবিতাটি কাদের জন্যে এক চিরায়ত প্রার্থনাসংগীত? উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতাটি শান্তিপ্রিয় পৃথিবীবাসীর জন্যে এক চিরায়ত প্রার্থনাসংগীত।
প্রশ্ন-৩৫, সর্বত্র কী করলে পৃথিবী সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে?
উত্তর: সর্বত্র শান্তি বিরাজ করলে পৃথিবী সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।
প্রশ্ন-৩৬. আধিপত্যের লোভকে নিশ্চিহ্ন করে দেয় কোন অস্ত্র?
উত্তর: আধিপত্যের লোভকে নিশ্চিহ্ন করে দেয় অবিনাশী অস্ত্র।
প্রশ্ন-৩৭. ‘সেই অস্ত্র’ মানুষকে বিচ্ছিন্ন না করে কী করে?
উত্তর: ‘সেই অস্ত্র’ মানুষকে বিচ্ছিন্ন না করে সমাবিষ্ট করে।
প্রশ্ন-৩৮. কবির সেই অস্ত্র উত্তোলিত হলে বার বার কী বিধ্বস্ত হবে না?
উত্তর: কবির সেই অস্ত্র উত্তোলিত হলে বার বার ট্রয়নগরী বিধ্বস্ত হবে না।
প্রশ্ন-৩৯. ভালোবাসা কীসের লোভকে নিশ্চিহ্ন করে দেয়?
উত্তর: ভালোবাসা আধিপত্যের লোভকে নিশ্চিহ্ন করে দেয়।
প্রশ্ন-৪০. কবি ‘সেই অস্ত্র’ কবিতায় সেই অস্ত্রকে কী করতে বলেছেন?
উত্তর: কবি ‘সেই অস্ত্র’ কবিতায় সেই অস্ত্রকে পৃথিবীতে ব্যাপ্ত করতে বলেছেন।
প্রশ্ন-৪১. ‘সেই অস্ত্র’ কবিতায় কোন আকাশের কথা উল্লেখ আছে?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতায় নক্ষত্রখচিত আকাশের কথা উল্লেখ আছে।
প্রশ্ন-৪২. কীসের প্রতি কবি আহসান হাবীবের ছিল অকপট সংবেদনশীলতা?
উত্তর: দেশ ও জনতার প্রতি কবি আহসান হাবীবের ছিল, অকপট সংবেদনশীলতা।
প্রশ্ন-৪৩. কবি আহসান হাবীবের একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম লেখো।
উত্তর: কবি আহসান হাবীবের একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো ‘রাত্রিশেষ’।
প্রশ্ন-৪৪. ভালোবাসা মানুষকে কী বাতলে দেয় বলে কবি আহসান হাবীবের বিশ্বাস?
উত্তর: ভালোবাসা মানুষকে সকল অমঙ্গল থেকে পরিত্রাণের পথ বাতলে দেয় বলে কবি আহসান হাবীবের বিশ্বাস।
প্রশ্ন-৪৫. ‘সেই অস্ত্র’ কবিতায় ফসলের মাঠে আগুন দেয় কেন?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতায় ফসলের মাঠে আগুন দেয় শত্রুতাবশত।
প্রশ্ন-৪৬. ‘সেই অস্ত্র’ কবিতায় ভালোবাসা দিয়ে কীসের অভিমানকে বার বার পরাজিত করা যায়?
উত্তর: ‘সেই অস্ত্র’ করিতায় ভালোবাসা দিয়ে জাত্যভিমানকে বার বার পরাজিত করা যায়।
প্রশ্ন-৪৭. ‘সেই অস্ত্র’ কবিতায় ট্রয়নগরী বার বার ধ্বংস হয়েছে কেন?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতায় মানুষের হিংসা, বিদ্বেষ, ঈর্ষা আর দম্ভের শিকার হয়ে ট্রয়নগরী বার বার ধ্বংস হয়েছে।
প্রশ্ন-৪৮. ‘সেই অস্ত্র’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতাটি আহসান হাবীবের ‘বিদীর্ণ দর্পণে মুখ’ কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে।
প্রশ্ন-৪৯. ‘সেই অস্ত্র’ কবিতায় বর্ণিত নগরটির নাম কী?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতায় বর্ণিত নগরটির নাম ট্রয়নগরী।
প্রশ্ন-৫০. জাত্যভিমান কী?
উত্তর: নিজ জাতিকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান করার অহংকারী মনোভাবই জাত্যভিমান।
প্রশ্ন-৫১. ‘অমোঘ অনন্য অস্ত্র’ কী?
উত্তর: অমোঘ অনন্য অস্ত্র হলো ভালোবাসা।
প্রশ্ন-৫২. ‘অমোঘ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘অমোঘ’ শব্দের অর্থ – অবশ্যম্ভাবী বা সার্থক।
প্রশ্ন-৫৩. কবির অস্ত্র ব্যাপ্ত হলে নক্ষত্রখচিত আকাশ থেকে কী ঝরবে না?
উত্তর: কবির অস্ত্র ব্যাপ্ত হলে নক্ষত্রখচিত আকাশ থেকে আগুন ঝরবে না।
প্রশ্ন-৫৪. ভালোবাসার অস্ত্র উত্তোলিত হলে অরণ্য কেমন হবে?
উত্তর: ভালোবাসার অস্ত্র উত্তোলিত হলে অরণ্য আরও সবুজ হবে।
প্রশ্ন-৫৫. আহসান হাবীব কত সালে বাংলা একাডেমি পুরস্কার পান?
উত্তর: আহসান হাবীব ১৯৬১ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।
প্রশ্ন-৫৬. জাত্যভিমানকে বার বার পরাজিত করতে কী প্রয়োজন?
উত্তর: জাত্যভিমান বার বার পরাজিত করতে ভালোবাসা প্রয়োজন।
প্রশ্ন-৫৭. ‘সেই অস্ত্র’ কবিতায় কে অবিনাশী অস্ত্রের প্রত্যাশী?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতায় কবি আহসান হাবীব অবিনাশী অস্ত্রের প্রত্যাশী।
প্রশ্ন-৫৮. আহসান হাবীব কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: আহসান হাবীব ১৯১৭ সালে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-৫৯. আহসান হাবীব ১৯৬৪ সালে কোন পত্রিকায় যোগ দেন?
উত্তর: আহসান হাবীব ১৯৬৪ সালে ‘দৈনিক বাংলা’ পত্রিকায় যোগ দেন।
প্রশ্ন-৬০. ‘সেই অস্ত্র’ কবিতায় ভালোবাসার অস্ত্র ফিরিয়ে দেওয়া হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র কী হবে?
উত্তর: ভালোবাসার অস্ত্র ফিরিয়ে দেওয়া হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র আনত হবে।
প্রশ্ন-৬১. ‘সেই অস্ত্র’ কবিতায় কোথা থেকে আগুন ঝরবে না?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতায় নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে না।
প্রশ্ন-৬২. ‘সেই অস্ত্র’ কবিতায় কী মানুষকে সমাবিষ্ট করে?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতায় ভালোবাসা মানুষকে সমাবিষ্ট করে।
প্রশ্ন-৬৩. কোন অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র আনত হবে?
উত্তর: ভালোবাসা আর শান্তির অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র আনত হবে।
প্রশ্ন-৬৪. কোন অস্ত্রকে পৃথিবীতে ব্যাপ্ত করার কথা বলা হয়েছে?
উত্তর: ভালোবাসার অস্ত্রকে পৃথিবীতে ব্যাপ্ত করার কথা বলা হয়েছে।
প্রশ্ন-৬৫. আহসান হাবীবের মৃত্যু হয় কত সালে?
উত্তর: আহসান হাবীবের মৃত্যু হয় ১৯৮৫ সালে।
প্রশ্ন-৬৬. কোন অস্ত্র উত্তোলিত হলে গৃহস্থালি খাঁ খাঁ করবে না?
উত্তর: ভালোবাসা নামক অস্ত্র উত্তোলিত হলে গৃহস্থালি খাঁ খাঁ করবে না।
প্রশ্ন-৬৭. ‘সেই অস্ত্র’ কবিতায় কোন নগরী বিধ্বস্ত হওয়ার কথা উল্লেখ আছে?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতায় ট্রয়নগরী বিধ্বস্ত হওয়ার কথা উল্লেখ আছে।
প্রশ্ন-৬৮. ‘সেই অস্ত্র’ কবিতায় আমাদের চেতনাজুড়ে কারা আর্তনাদ করে?
উত্তর: আমাদের চেতনাজুড়ে লক্ষ লক্ষ পঙ্গু বিকৃত মানুষ আর্তনাদ করে।
প্রশ্ন-৬৯. কবি যে অস্ত্র বার বার প্রত্যাশা করেছেন সে অস্ত্রের নাম কী?
উত্তর: কবি যে অস্ত্র বার বার প্রত্যাশা করেছেন, সে অস্ত্রের নাম ভালোবাসা।
প্রশ্ন-৭০. আহসান হাবীব কত সালে একুশে পদক পান?
উত্তর: আহসান হাবীব ১৯৭৮ সালে একুশে পদক পান।
শেষ কথা
উপরে সেই অস্ত্র কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কেউ কিছু বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।