জনপ্রিয় অভিনেত্রি দিপিকা কাকর সম্প্রতি একটি পোস্টে জানান তিনি আর অভিনয় করবেননা। তিনি ছোট পর্দায় অত্যন্ত পরিচিত। বয়স এখন ৩৬ বছর। এই বয়সে এসে তিনি হঠাত এই সিদ্ধান্ত নেন। তার স্বামী শোয়েব ইব্রাহীমও একজন পরিচিত অভিনেতা। তাদের বিয়ে হয়েছিলো ২০১৮ সালে।

শোয়েব ইব্রাহীম ও দিপিকা কাকর যখন প্রথম সন্তানের অপেক্ষায় তখন দিপিকা কাকর এক ইউটিউব ভিডিওতে জানান যে, তিনি আর অভিনয় করছেননা।
তিনি ভারতের বিখ্যাত শো বিগ বসে অভিনয় করেছেন। আর তিনি এখন প্রেগনেন্ট। তাই এসময় তিনি উপভোগ করছেন। আর সন্তান হওয়ার পর থেকে তিনি আর অভিনয় করবেননা।
তিনি জানান, “আমরা সবাই প্রথম সন্তানের অপেক্ষায়। এই সন্তানের জন্যই সব। আর আমি অল্প বয়স থেকেই অভিনয় করে আসছি। যখন বয়স ১৫ তখন থেকেই অভিনয়। এখন ৩৬ বছর আর কতো করবো। তাই আমি যখন অন্তঃসত্ত্বা হই তখনই শোয়েবকে জানাই যে আর অভিনয়ের ইচ্ছে নেই আমার। প্রায় ১ যুগের অভিনয় আমাকে অত্যন্ত তৃপ্তি দিয়েছে, আর এতেই আমি খুশি।”
অভিনেত্রি প্রায় এক যুগের বেশি সময় ধরে অভিনয় করে আসছেন। আর তাই তার সন্তান হওয়ার পর থেকে আর অভিনয়ের ইচ্ছে নেই মোটেও। এখন অভিনয় ছেড়ে একজন আদর্শ মা ও গৃহিণী হয়ে থাকতে চান তিনি।
অভিনয় থেকে বের হতে তার পরিবার ও স্বামী সবাই তাকে সহযোগীতা করকে। কারণ এত দিনের অভিনয়ের জীবন হঠাত করে ছাড়া অত্যন্ত কঠিন। তিনি তার বাচ্চার পৃথিবিতে আসাতে অত্যন্ত খুশি। আর শোয়েবও এ বিষয়ে একমত পোষন করছেন।