বাংলাদেশের জনপ্রিয় ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক অন্যতম। সোনালী ব্যাংকের গ্রাহকরা সোনালী ব্যাংক থেকে কয়েক ধরনের ঋণ সুবিধা পেয়ে থাকেন। লোনের টাকা ব্যবসা ক্ষেত্র থেকে শুরু করে নানা ধরনের জরুরি কাজে গ্রাহকরা চাইলে ব্যবহার করতে পারবেন। আজকের পোস্টে সোনালী ব্যাংক লোন নেওয়ার নিয়ম বা কিভাবে সোনালী ব্যাংক থেকে একজন গ্রাহক লোন নিতে পারেন, কি কি শর্তাদি পালন করতে হয় এই নিয়ে আলোচনা করা হবে। (sonali bank loan system)
সোনালী ব্যাংক লোন নেওয়ার নিয়ম | Sonali Bank Loan System 2023
সোনালী ব্যাংক থেকে কয়েক ধরনের লোন সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই সোনালী ব্যাংক থেকে যদি কোন গ্রাহক লোন নিতে চান তাহলে সর্বপ্রথম তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে কোন ধরনের লোন সুবিধাটি নিতে চান। সোনালী ব্যাংক থেকে গ্রাহকরা যে ধরনের লোন সুবিধা গুলো পেয়ে থাকেন তা নিচে উল্লেখ করা হলো:-
আরো পড়ুন:
- অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই ২০২৩
- পেপাল এর বিকল্প সেরা ১০টি পেমেন্ট সিস্টেম ২০২৩
- বিকাশ একাউন্ট দেখার নিয়ম ২০২৩
- বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার ২০২৩
➡️ সোনালী ব্যাংক পার্সোনাল লোন
➡️ সোনালী ব্যাংক স্যালারি লোন
➡️ সোনালী ব্যাংক ব্যবসায়িক লোন
➡️ সোনালী ব্যাংক কৃষি লোন
➡️ সোনালী ব্যাংক গৃহ লোন
সোনালী ব্যাংক থেকে অনেকেই এই লোন সুবিধা গুলো নিয়ে থাকেন। নিচে সোনালী ব্যাংক থেকে উক্ত লোন সুবিধা গুলো নিতে হলে যা করা লাগবে তুলে ধরা হলো:-

সোনালী ব্যাংক পার্সোনাল লোন পাওয়ার নিয়ম | সোনালী ব্যাংক পার্সোনাল লোন ২০২৩
সোনালী ব্যাংক থেকে যদি অনেক বেশি পরিমাণে লোন নিতে চান তাহলে সোনালী ব্যাংকের পার্সোনাল লোন সুবিধাটি কাজে লাগাতে পারেন। এখান থেকে অনেক বেশি টাকা নিয়ে ব্যবসা অথবা অন্যান্য ক্ষেত্রে লাগিয়ে মুনাফা করতে পারবেন। অনেক কম সুদে সোনালী ব্যাংক পার্সোনাল লোন তাদের গ্রাহকদের দিয়ে থাকেন।

সোনালী ব্যাংক পার্সোনাল লোনের শর্তাদি | Sonali Bank Loan Requerments
➡️সোনালী ব্যাংক পার্সোনাল লোনের মাধ্যমে যেকোনো ব্যক্তি চাইলে সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত লোন নিতে পারবেন।
➡️লোন নেওয়ার জন্য বয়সসীমা ১৮ বছরের উপরে হতে হবে এবং লোন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
➡️ নারী উদ্যোক্তা যদি সোনালী ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে তাকে ব্যবসা ক্ষেত্রে সফল হতে হবে।
➡️পুরুষ উদ্যোক্তারা যদি অনেক বেশি পরিমাণে সোনালী ব্যাংক থেকে লোন নিতে চাই তাহলে তাদেরকে সিকিউরিটি বাবদ ৫ লক্ষ টাকা প্রদান করতে হবে। আর নারী উদ্যোক্তা হলে সিকিউরিটি ফি বাবদ ৫ লক্ষ টাকা দিতে হতে পারে।
➡️সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নেওয়ার পর সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে লোনের সমস্ত কিস্তি গ্রাহকের পরিশোধ করতে হবে। গ্রাহককে অবশ্যই মাসিক ভিত্তিতে কিস্তি প্রদান করতে হবে।
তাই সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে হলে নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করে কোন ধরনের শর্তাদি পূরণ করতে হবে সেটা জেনে লোন ফর্ম সংগ্রহ করে জমা দিতে হবে। কিছুদিন যাচাই-বাছাই করার পর যদি আপনি লোন পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে লোনটি অল্প সময়ের মধ্যেই পেয়ে যাবেন।

সোনালী ব্যাংক স্যালারি লোন পাওয়ার উপায়
সোনালী ব্যাংক থেকে নির্দিষ্ট কিছু ব্যক্তিদের স্যালারি লোন দেওয়া হয়ে থাকে। সোনালী ব্যাংক স্যালারি লোন সেবাটি পেতে পারেন সরকারি ও বেসরকারি অফিসের চাকরি করা কর্মচারী, বেসরকারি স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা,কর্পোরেশনের কর্মকর্তাগন। সহজ ভাষায় বলতে গেলে এই লোন নেওয়ার জন্য যারা আবেদন করবে তাদের স্থায়ী চাকরিজীবী হতে হবে এবং এলপিয়ারে যাওয়ার তারিখ পূর্ণ হতে কমপক্ষে তিন বছর চাকরিটি স্থায়ী থাকতে হবে। যেসব ব্যক্তির যোগ্যতা রয়েছে তারাই শুধুমাত্র সোনালী ব্যাংক স্যালারি লোনটি নিতে পারবেন। (সোনালী ব্যাংক লোন নেওয়ার নিয়ম)
সোনালী ব্যাংক স্যালারি লোনের লিমিট
সোনালী ব্যাংক স্যালারি লোনের মাধ্যমে এখান থেকে সর্বনিম্ন ২০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত লোন নেওয়া যাবে।এই লোন নেওয়ার ক্ষেত্রে মার্জিন রেট প্রযোজ্য হবে ২০ শতাংশ হারে। এটা সাধারণত ঋণ নেওয়ার সংখ্যার উপর হিসাব হবে। সোনালী ব্যাংক থেকে স্যালারি লোন নেওয়ার পর সুদের হার প্রযোজ্য হবে ১২ শতাংশ। তবে এটা সর্বোপরি পরিবর্তনযোগ্য কেননা কেউ যদি কোন সময়ের মধ্যে লোনের সকল কিস্তি পরিশোধ করে দিয়ে থাকেন তাহলে তার ক্ষেত্রে সুদের পরিমাণ কম হবে।
সোনালী ব্যাংক স্যালারি লোনের মেয়াদ ও কিস্তি
সোনালী ব্যাংক স্যালারি লোনের মেয়াদ সর্বনিম্ন বারো মাস থেকে শুরু করে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত হয়ে থাকে। এক্ষেত্রে আপনার কিস্তির পরিমাণ কত টাকা হবে সেটা ক্যালকুলেশন করা হবে আপনি কত টাকার লোন নিচ্ছেন এবং মেয়াদ কাল কত হবে। তাছাড়া সোনালী ব্যাংক স্যালারি লোনের যোগ্যতা যদি আপনার ভেতরে থেকে থাকে তাহলে সরাসরি সোনালী ব্যাংকের শাখায় গিয়ে ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা বলে কি কি শর্তাদি পূরণ করা লাগবে তা জেনে নিয়ে লোন আবেদন করতে পারেন।

সোনালী ব্যাংক প্রবাসী লোন পাওয়ার উপায়
সোনালী ব্যাংকের লোন সুবিধা গুলোর মধ্যে সোনালী ব্যাংক প্রবাসী লোন অন্যতম। ভিসা হাতে পাওয়ার পর বা ভিসার কপি দেখিয়ে গ্রাহক চাইলে সোনালী ব্যাংক থেকে প্রবাসী লোন নিতে পারেন। নিচে সোনালী ব্যাংক থেকে প্রবাসী লোন নিতে হলে যে সকল শর্তাদি পালন করতে হবে ও কিভাবে লোন পাওয়া যাবে তা উল্লেখ করা হলো:-
সোনালী ব্যাংক প্রবাসী লোনের শর্তাদি
➡️লোন আবেদনকৃত ব্যক্তির বৈধ ভিসা লাগবে এবং কাজ দিবে বা নিয়োগ দিবে তার নিয়োগপত্র লাগবে।
➡️আবেদনকারী ব্যক্তির সত্যায়িত তিন কপি ছবি,বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সংবলিত ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সনদ, ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে।
➡️স্থানীয় এক ঘনিষ্ঠ ছাড়া একাধিক আরো কিছু লোকের জামিন নেওয়া প্রয়োজন হতে পারে। আবেদনকারী ব্যক্তির মতো জামিনদারের ছবি পাসপোর্ট অথবা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দেওয়া লাগদে পারে।
➡️সোনালী ব্যাংক থেকে প্রবাসী লোন নেওয়ার পর সর্বোচ্চ নতুন বছরের মধ্যে কিস্তি পরিশোধ করতে হবে। বিদেশে যাওয়ার পর দুই বছরে ২৪ কিস্তি নতুন বছরে হলে ৩৬ কিস্তিতে লোন পরিশোধ করতে হবে।
সোনালী ব্যাংক থেকে প্রবাসী লোন নিতে হলে উত্তর ডকুমেন্টগুলো সাথে নিয়ে সরাসরি ব্যাংকের শাখায় চলে যেতে হবে এবং একটি লোন ফরম নিয়ে সেটি পূরণ করে জমা দিতে হবে। তাহলে কিছুদিনের মধ্যে ব্যাংক থেকে একটি মহল সবকিছু যাচাই-বাছাই করবে এবং যদি মনে হয় আপনি লোন নেওয়ার জন্য যোগ্য তাহলে তারা আপনাকে লোন প্রদান করবে।
সোনালী ব্যাংক কৃষি লোন পাওয়ার নিয়ম
দেশের কৃষি খাতকে সমৃদ্ধ করার জন্য সোনালী ব্যাংক দীর্ঘদিন ধরে কৃষি লোন সুবিধা দিয়ে আসছে।পুকুরে মাছ চাষ, গবাদিপাসুর খাবার ও অন্যান্য শিখাতে সোনালী ব্যাংকের গ্রাহকরা চাইলে যোগ্যতা অনুযায়ী কৃষি লোন নিতে পারবেন। সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত সোনালী ব্যাংক থেকে কৃষি লোন দেওয়া হয়ে থাকে। লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ তিন বছর। অর্থাৎ ১২ শতাংশ ইন্টারেস্ট দিয়ে সর্বোচ্চ তিন বছরের মধ্যে লোনের সকল কিস্তি গ্রাহক কে পরিশোধ করা লাগবে। (সোনালী ব্যাংক লোন নেওয়ার নিয়ম)
সোনালী ব্যাংকের কৃষি লোন এর মধ্যে আরও অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে যেখানে অনেক বেশি টাকা লোন প্রদান করা হয়ে থাকে। সোনালী ব্যাংক থেকে কূষি লোন নিতে হলে সরাসরি সোনালী ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে এবং কিছু শর্তাদি পালন করে লোনের জন্য আবেদন করতে হবে। সবকিছু যাচাই-বাছাই করে যদি আপনি লোন পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ লোন প্রদান করবে।
সোনালী ব্যাংক গৃহ লোন পাওয়ার উপায়
সোনালী ব্যাংক থেকে শিক্ষক ও কর্মচারীদের লোন প্রদান করা হয়ে থাকে। সোনালী ব্যাংকের গ্রাহকরা চাইলে সর্বনিম্ন পাঁচ লাখ টাকা থেকে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত নীড় লোন নিতে পারবেন।
সোনালী ব্যাংক গৃহ লোন পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
➡️আবেদনকারী ব্যক্তির এনআইডি কার্ডের ফটোকপি লাগবে।
➡️দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
➡️জন্ম নিবন্ধন সনদের ফটোকপি লাগবে।
➡️ঋণগ্রহীতার একটি মোবাইল নাম্বার প্রয়োজন হবে।
➡️সোনালী ব্যাংকে তার সর্বশেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে।
➡️নির্দিষ্ট ফরমেটে ঋণগ্রহীতার বায়োডাটা লাগবে ও প্রত্যয়ন পত্র লাগবে।
সকল ডকুমেন্টগুলো নিয়ে সরাসরি সোনালী ব্যাংকের শাখায় চলে যেতে হবে এবং সেখান থেকে একটি ফরম পূরণ করে জমা দিতে হবে। ফর্মটি জমা দেওয়ার পর তারা সবকিছু যাচাই-বাছাই করে যদি আপনি লোন পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে কিছুদিনের মধ্যেই গৃহ লোন প্রদান করবে।

সোনালী ব্যাংক লোন ইন্টারেস্ট রেট | Sonali Bank Loan Interest Rate
সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিলে গ্রাহককে ১২ শতাংশ হারে সুর দিয়ে লোনের কিস্তি পরিশোধ করতে হবে। সোনালী ব্যাংক তাদের গ্রাহকদের অতি কম সুদে লোন প্রদান করে থাকেন। তাছাড়া সোনালী ব্যাংক থেকে স্যালারি লোনের সুদ ১২ শতাংশ হারে নেওয়া হয়ে থাকে। সোনালী ব্যাংক ব্যবসায়িক লোন, সোনালী ব্যাংক গৃহ লোন, সোনালী ব্যাংক প্রবাসী লোন সব কিছু লোনের মেয়াদকালের উপর নির্ভর করে সুদের পরিমাণ দেওয়া হয়ে থাকে। (সোনালী ব্যাংক লোন নেওয়ার নিয়ম)
সোনালী ব্যাংক লোন ফরম পূরণ করার নিয়ম
সোনালী ব্যাংক থেকে লোন নিতে হলে অবশ্যই আপনাকে লোন ফরম পূরণ করতে হবে। যদি সঠিকভাবে পূরণ করতে না পারেন তাহলে আপনার আবেদনটি কোন ভাবে গৃহীত হবে না। আপনি যখন সোনালী ব্যাংকের শাখায় ব্যবসায়িক লোন অথবা কৃষি লোন নিতে চাবেন আপনার লোনের ক্যাটাগরি অনুযায়ী ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। যদি নিজে পূরণ করতে না পারেন তাহলে সোনালী ব্যাংকে কর্মরত ব্যক্তিদের দ্বারা করে নিতে পারেন। তবে এই ক্ষেত্রে তাদেরকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে কাজটি করিয়ে নিতে হবে।
শেষ কথা: আশা করি আজকের পোস্টটি যারা পড়েছেন তারা সোনালী ব্যাংক লোন পাওয়ার উপায়, সোনালী ব্যাংকের সকল লোন সমূহ,ও সোনালী ব্যাংকের লোনের ইন্টারেস্ট রেট সম্পর্কে জানতে পেরেছেন। তারপরেও যদি এই নিয়ে কোন ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন । ধন্যবাদ।